লতা মঙ্গেশকর নন ঠিকই, তবে গানের গলাটা মন্দ নয় লতার, গানটাও খারাপ গায় না। তবুও মোটা চেহারার জন্য বারবার খোঁচা খেতে হয় লতাকে। এদিকে মেয়েকে বড় গায়িকা বানানোর স্বপ্ন দেখেন ফান্নে খান তবে পয়সার অভাবে তিনিও বারবার ধাক্কা খান। মেয়ের সঙ্গে এনিয়ে মাঝে মধ্যেই লড়াই-ঝগড়া লেগেই থাকে ফান্নে খানের (অনিল কাপুর)।
শেষ পর্যন্ত ফান্নে খানের চোখে পড়ে গায়িকা বেবি সিং (ঐশ্বর্য রাই) পোস্টার। আর তা দেখেই মাথায় বুদ্ধি খেলে যায় ফান্নে খানের। গায়িকা বেবি সিংকেই অপহরণ করার ফন্দি করেন ফান্নে। আর এই পরিকল্পনায় অনিল কাপুরকে সাহায্য করেন রাজকুমার রাও। তারপর ঠিক কী ঘটবে সেটা জানতে হলে ৩ অগস্ট ‘ফান্নে খান’-এর মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
তবে শুক্রবার মুক্তি পেয়েছে ফান্নে খানের ট্রেলার। ট্রেলারে ঐশ্বরিয়া রাই, অনিল কাপুর, রাজকুমার রাওয়ের অভিনয়ের ঝলক দেখেই বেশ বোঝা যাচ্ছে বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলতে পারে ছবিটি। একদিনেই ছবিটির ট্রেলার কোটির উপরে ভিউ হয়েছে ইউটিউবে।