মুক্তি পাওয়ার আগে অনুভব সিনহার ছবি ‘মুল্ক’ সমালোচনার জোয়ারে ভাসছে। মুসলমানদের ওপর সহানুভূতিমূলক মনোভাব নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পরিচালক অনুভবের বিরুদ্ধে।
সোমবার এক টুইটার বার্তায় তিনি নিন্দুকদের দেওয়া নেতিবাচক মন্তব্যের জবাবে বলেন, মুল্ক ছবিটি মুসলিম মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে নয়। কংগ্রেস কিংবা আরএসএস কে নিয়ে নয়। এমনকি কোন হিন্দু মুসলমানকে নিয়ে এ ছবিটি নির্মিত হয়নি। ছবিটি বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত একটি মুসলিম পরিবারের সম্মান পুনরুদ্ধার করার কাহিনী।
ছবিটিতে অভিনয় করছেন ঋষি কাপুর, তাপসী পান্নু, নিনা গুপ্তা, কুমুদ মিশরা, আশুতোশ রানা। আগস্ট মাসের ৩ তারিখে ছবিটি মুক্তি পেতে পারে।