• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

২ গোল করে সমালোচনার জবাব দিলেন রোনালদো

আপডেটঃ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’তে জুভেন্টাসের জার্সি গায়ে তিন ম্যাচ খেলে ফেললেও গোলের দেখা পাননি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চারদিক থেকে আসতে থাকে নানান ব্যঙ্গাত্মক কথা ও সমালোচনার তীর। শোনা যায় ফুরিয়ে এসেছে রোনালদোর সময়।

এসব সমালোচনা ও ব্যঙ্গাত্মক কথাবার্তার জবাবটা বেশ ভালোভাবেই দিলেন রোনালদো। রবিবার চতুর্থ ম্যাচে এসে পেয়ে যান সিরি আ’তে নিজের প্রথম গোল, পরে করেন আরও একটি। তার জোড়া গোলেই সাসুলোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে জুভেন্টাস।

প্রথম তিন ম্যাচে গোল না পাওয়া রোনালদোর গোলের অপেক্ষা থামে ম্যাচের ৫০তম মিনিটে। প্রতিপক্ষ ডিফেন্ডার ঠিকঠাক বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে একদম গোলমুখে বলটা পেয়ে যান রোনালদো। আলতো টোকায় সিরি আ’তে নিজের প্রথম গোলটি করেন তিনি।

পরে ৬৫তম মিনিটে এমরে কানের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এর আগে পরে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেগুলোয় জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হলে হ্যাটট্রিক বঞ্চিত হন তিনি।

ম্যাচ শেষের আগমুহূর্তে সাসুলোর পক্ষে সেনেগালের ফরোয়ার্ড খুমা বাবাকার এক গোল শোধ করলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ