বিনোদন রিপোর্টার : ১৯৭১ সালের সাত মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘রেডিও’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন রিয়াজ ও জাকিয়া বারী মম।
‘রেডিও’-তে প্লেব্যাক করলেন হিমাদ্রিতা পর্ণা। গান গাওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ প্রজন্মের এই শিল্পী বললেন, ‘প্রথমবারের মতো সিনেমাতে গান করছি তাও আবার এমন একটি ঐতিহাসিক সিনেমাতে যা আমার জন্য দারুণ প্রাপ্তি। এই ঐতিহাসিক সিনেমার সাক্ষী হতে পেরে গর্ববোধ করছি।’
সিনেমাটিতে রিয়াজ ও মম ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী, তানজিলা হক মাইশা, ইলমা হাসিন, শফিউল আলম বাবু, রাশেদ আল মামুন, রওনক রিয়াজ উদ্দিন, জান্নাতুল রশিদ মারিয়াম মম ও নিরব শিকদার প্রমুখ।