• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

বর্ষবরণের রাতে হাজারের বেশি কল ৯৯৯-এ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নববর্ষের রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ হাজারের বেশি কল এসেছে। শব্দ দূষণ ও আতশবাজির প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা এসব কল করেন।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ২০২৫ এর শুরুর রাতে ইংরেজি বর্ষবরণকে বরণ করতে উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড়, আতশবাজি ফুটিয়ে উদযাপন করা হয়।

শব্দ দূষণ ও আতবাজির প্রতিকার চেয়ে ৯৯৯ নম্বরে ১ হাজার ১৮৫ টি কল এসেছে। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল গ্রহণ করে কর্তৃপক্ষ।

আরও জানানো হয়েছে, প্রতিটি ক্ষেত্রে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়। অপরদিকে ঢাকার ধানমন্ডির ল্যাব এইডের পাশে স্বপ্ন শপিং-মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়।

তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নি-নির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ