ঈদের আনন্দের অনেকটাই লুকিয়ে থাকে নতুন পোশাকের ঘ্রাণে। শিশুদের কাছে তো অবশ্যই, বড়দের জন্যও দিনটি আনন্দের। ঈদের পোশাক আর কেনাকাটা নিয়ে ছোটবেলার মতো উত্তেজনা কিংবা হইচই না থাকুক, আনন্দটুকু যেন থাকে। বছরঘুরে একটি দিন আসে, এর জন্য আবার অপেক্ষা করতে হবে একটি বছর। তাই দিনটিকে আরও বেশি রঙিন করতে নিজের জন্য কিনুন পছন্দের জিনিসগুলো। হাতে টাকা হলেই হুট করে কিছু একটা কিনে ফেলবেন না। বরং ঈদের কেনাকাটায় এই জিনিসগুলো আগে কিনুন-
ঈদের জামা না হলে কি ঈদ হয়? নতুন পোশাক তো কিনবেনই। আর পরবর্তীতে পোশাকের সঙ্গে মিলিয়ে বাকি সব। তাই সবার আগে ঈদের পোশাক কিনুন। দেখতে ভালোলাগলেই কিনে ফেলবেন না। বরং কোনো একটি পোশাক পছন্দ হলে কিছুটা সময় অপেক্ষা করুন। সেটি আপনার জন্য কতটা মানানসই তা ভেবে দেখুন। গরমে ঈদ, তাই আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখবেন। এমন পোশাক বেছে নিন যেটি এই আবহাওয়ায় আপনাকে স্বস্তি দেবে। আপনার বয়স ও অন্যান্য দিক বিবেচনা করে পোশাক কিনবেন।