• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

সালমান এফ রহমানের ঈদ উপহার পাচ্ছেন ১২,৫০০ নারী : দোহার-নবাবগঞ্জ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি’র নিজস্ব অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দোহার-নবাবগঞ্জের ১২৫০০ নারী পাচ্ছেন ঈদ উপহার। দোহার ও নবাবগঞ্জ উপজেলার ২০৭টি ওয়ার্ডের ১২ হাজার ৫০০ শত জনের মধ্যে এ উপহার বিতরণ করা হবে।

এ ব্যাপারে ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, ঈদকে সামনে রেখে দোহার-নবাবগঞ্জ উপজেলার নিম্নআয়ের মানুষ, বিশেষ করে গরিব-অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত দুই উপজেলার ২০৭টি ওয়ার্ডের প্রায় ১২ হাজার ৫০০ জন মহিলার মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। এতে এই অঞ্চলের নিম্নআয়ের মানুষেরা কিছুটা হলেও খুশি হবে।

এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মতিউর রহমান শামীম, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম।

এ ছাড়া দুুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাদের সমন্বয়ে তালিকা তৈরি করা হয়েছে। দুই উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে শাড়ি পৌঁছে দেয়া হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ