• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী নারী মা হয়েছেন। এ ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন সাগর নামে এক প্রবাস ফেরত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে রামগঞ্জের চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই রাতে ভুক্তভোগী ওই নারীর মা নুর জাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। সাগর রামগঞ্জের পন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর আরমগাজী বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ জানায়, সাগর ও ভুক্তভোগী নারী সম্পর্কে চাচাতো ভাই-বোন। সাগর প্রবাসে থাকাকালীন ওই প্রতিবন্ধীর সাথে মুঠোফোনে কথা বলতো। পরে বাড়িতে আসার পর একাধিকবার ওই প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে। তিন মাস পর পরিবার বুঝতে পারে, তিনি অন্তঃসত্ত্বা। পরে বিষয়টি অভিযুক্তের মাকে জানালে অভিযুক্ত সাগর ওই প্রতিবন্ধীকে বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু পরে সে অন্যত্র বিয়ে করে ফেলে। বৃহস্পতিবার সকালে প্রসব ব্যাথা উঠলে প্রতিবন্ধীকে প্রথমে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রাত ৮টার দিকে অস্ত্র পাচারের মাধ্যমে ওই প্রতিবন্ধীর একটা কন্যা সন্তানের জন্ম হয়। এ ঘটনায় মেয়ের সর্বনাশকারীর বিচার দাবি করেছেন মামলার বাদী।

এদিকে অভিযুক্ত সাগরের মা হাজেরা বেগম নিজ ছেলেকে নির্দোষ দাবি করেছেন।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুপরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ