বিক্ষোভ কর্মসূচি পালনে অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের একটি প্রতিনিধি দল। আজ বিকেল দিকে ডিএমপিতে যাবেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন।
তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ই জুন সোমবার বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী শাখা।
কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপি কার্যালয়ে জামাতের প্রতিনিধি দল আবেদনপত্র জমা দিবেন।