ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি ছিনতাইয়ের জন্যই চালক হুসাইন ব্যাপারীকে (১৩) হত্যা করা হয়। হত্যার পর ওই ব্যাটারি বিক্রি করা হয় সাড়ে ছয় হাজার টাকায়। পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
পুলিশ সুপার বলেন, ব্যাটারি চুরির জন্যই কিশোর হুসাইনকে হত্যা করা হয়। এ হত্যায় দুইজন অংশ নেয়। এর মধ্যে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা তুফান চৌধুরীকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। তুফান পেশায় একজন রাজমিস্ত্রি। কিশোরকে হত্যা করে রিকশা ছিনতাই করে ব্যাটারি ৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয় লক্ষ্মীপুর এলাকার মো. আল-আমীনের (৩২) কাছে। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে। তবে হত্যাকাণ্ডে তুফানের পাশাপাশি অংশ নেওয়া অন্য তরুণের নাম পুলিশ সুপার তদন্তের স্বার্থে প্রকাশ করেননি।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তুফান চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যসহ ছিনতাই হওয়া রিকশার ব্যাটারিসহ মো. আল আমীন নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আব্দুল জলিল জানান, তুফান ও তার সহযোগী হুসাইনের গলায় পাটের রশি পেঁচিয়ে তাকে হত্যা করে। গত ৩ জানুয়ারি সকালে ভাটিলক্ষ্মীপুর তালতলা এলাকার দারুল ইহসান মহিলা মাদরাসার দক্ষিণ পাশে মেহগনি বাগান থেকে হুসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল রিকশার ব্যাটারি ছিনতাই করা। এ জন্য তারা ২ জানুযারি সন্ধ্যা ৭টার দিকে হুসানকে প্রতি ঘণ্টা ২৫০ টাকায় ভাড়া করে ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লা বিন কালাম এবং ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান।
এ ঘটনায় নিহত হুসাইনের বোন চম্পা আক্তার বাদী হয়ে গত ৪ জানুযারি ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন মন্ডল বলেন, দুই আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করা হবে। তারা জবানবন্দি না দিলে রিমান্ডের আবেদন জানানো হবে।
প্রসঙ্গত, হুসাইনের বাবা খোকা ব্যাপারী গত ২৫ ডিসেম্বর মারা যান। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ অবস্থায় সংসারের হাল ধরেন তার একমাত্র ছেলে হুসাইন ব্যাপারী। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে হুসাইন। পরিবারে মা শেফালী বেগম এবং তিন বোন চম্পা আক্তার (৩০), জেসমিন আক্তার (২৩) ও তুলি আক্তার (২০) রয়েছে। সবার ছোট হুসাইন বেপারী। বাবার মৃত্যুর পর হুসাইনই রিকশা চালিয়ে সংসার চালাতো।