• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘নীলপদ্ম’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

যৌনকর্মীদের জীবনসংগ্রাম ও সামাজিক অবস্থান নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নীলপদ্ম’। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী।

সিনেমাটি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের মিলনায়তনে প্রদর্শিত হবে ‘নীলপদ্ম’। দেশের বাইরের উৎসবে প্রদর্শিত হলেও বাংলাদেশ এটিই ‘নীলপদ্ম’র প্রিমিয়ার। এরপর উৎসবের শেষ দিন ১৯ জানুয়ারি (রোববার) বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনেও সিনেমাটি প্রদর্শিত হবে।

সিনেমার প্রধান চরিত্র নীলা। যৌনপল্লিতে তার বেড়ে ওঠা। সে জানে না তার জন্মপরিচয়। জানে না এই যৌনপল্লিতে যৌনকর্মী হিসেবে বেড়ে ওঠার কারণ। সব সময় এই জীবন ছেড়ে একটা সুন্দর-স্বাভাবিক জীবন চাইত নীলা। একটা সময় সে একজনকে বিশ্বাস করে এবং তার হাত ধরে এই যৌনপল্লি ছেড়ে চলে যায়। ভাগ্যের চরম পরিহাসে আবারও এই জীবনে ফিরে আসতে বাধ্য হয় নীলা। এভাবেই ভাগ্যেকে বরণ করে নেয় হাজারো নীলা।

সিনেমাটিতে নীলা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। তার ভাষ্য, আমি সব সময় বলি, আমি ডিরেক্টরস আর্টিস্ট। প্রতিটি দৃশ্যে চেষ্টা করি তারা কী চাচ্ছেন, সেই অনুযায়ী ডেলিভারি দিতে। ‘নীলপদ্ম’ সিনেমায় নীলা চরিত্রে আমি যতটা দিতে পেরেছি, এর পুরো কৃতিত্ব নির্মাতা ও সহশিল্পীদের, সর্বোপরি আমার পুরো টিমের।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে গেল বছরের এপ্রিলে ‘নীলপদ্ম’র প্রথম প্রিমিয়ার হয়। আরও কিছু চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’ জমা দেওয়া হয়েছে। খুব শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রুনা খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল। চিত্রগ্রাহক ছিলেন নাহিয়ান বেলাল। পরিচালনার পাশাপাশি ‘নীলপদ্ম’ প্রযোজনাও করেছেন তৌফিক এলাহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ