ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি থেকে কয়েক হাজার গোলাবারুদ চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০৭) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি থেকে কয়েক হাজার গোলাবারুদ চুরি হয়। এর প্রেক্ষিতে দুই ইসরায়েলিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা শিন বেত।
একটি সামরিক সূত্র জানিয়েছে, সন্দেহভাজনরা ঘাঁটিতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। এছাড়াও চুরির আগে গোলাবারুদ রাখা একটি বাংকারে গিয়েছিল তারা।
শিন বেত বলছে, চুরি হওয়া গোলাবারুদের সঠিক সংখ্যা এখনও অজানা। তবে এটি প্রায় ২৬ হাজার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি থেকে বিপুল সংখ্যক গোলাবারুদ চুরির ঘটনা এটাই প্রথম নয়। ২০২২ সালের নভেম্বরে একটি ঘাঁটি থেকে ৭০ হাজারেরও বেশি গোলাবারুদ ও ৭০টি গ্রেনেড চুরি হয়। তার এক মাস আগে দক্ষিণের একটি ঘাঁটি থেকে ৩০ হাজার গোলাবারুদ চুরি হয়।