• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

ছয় উপসচিবকে বদলি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

উপসচিব পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বরিশাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. রেজাউল বারীকে প্রেষণে বরিশাল কর্মচারি কল্যাণ বোর্ডের পরিচালক করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে পরিকল্পনা বিভাগে সংযুক্তি উপসচিব সাবিনা রওশনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ইব্রাহীশ ভূঞাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্তি উপসচিব এস এম জাহাঙ্গীর হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে, নিউরো-ডেভেলমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) ইসরাত সাদমীনকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্তি উপসচিব মোছাম্মৎ কামরুন্নাহারকে উপপ্রধান হিসেবে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে পরিকল্পনা বিভাগে সংযুক্তি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ