চলতি মৌসুমে প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে রাফায়েল নাদালকে ছুঁয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। গতকাল আরও এক গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে নামেন জোকোভিচ। তার সামনে সুযোগ ছিল নিজেকে সেরাদের থেকেও ছাড়িয়ে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার। আর সুযোগটা কাজে লাগিয়ে গড়ে ফেলেন টেনিসে নতুন এক ইতিহাস। ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে তিনি হন পুরুষ এককের সর্বোচ্চ শিরোপাজয়ী। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয় করা নাদাল টপকালেন সার্বিয়ান এই টেনিস তারকা।
গতকাল প্যারেসর রোলাঁ গাঁরোয় ফরাসি ওপেনের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নরওয়ের কাসপার রুড শুরুতে তাকে ভালোই চাপে ফেলে দিয়েছিলেন। প্রথমেই রুড এগিয়ে যায় ৩-০ গেমে। তবে তা বেশিক্ষণের জন্য না। খেলায় ফিরে এসে প্রতিপক্ষকে চেপে ধরেন সার্বিয়ান এ টেনিস তারকা। এতে করে রুডকে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে হারান জোকোভিচ। এদিকে ম্যাচ শেষে ইতিহাস গড়ার আবেগে নিজেকে ভাসালেন জোকোভিচ।
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই হাত থেকে র্যাকেট ফেলে দিয়ে কোর্টে শুয়ে পড়েন তিনি। নতুন ইতিহাস গড়ার উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে তার মনে যেন খেলে যায় স্বস্তির পরশ। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষকে জড়িয়ে ধরেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। কৃতজ্ঞতা জানালেন।