• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

‘জ্বালানির দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কমছে না’

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

বিশ্ব বাজারে জ্বালানির দামে কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু এখনই এ বিষয়ে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা নেই দেশের বাজারে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিশ্ব বাজারে দাম কিছুটা কমলেও তা কতদিন পর্যন্ত থাকে এটি আমরা পর্যবেক্ষণ করব। যদি এটি দীর্ঘমেয়াদি হয় তাহলে অবশ্যই দেশের বাজারে কমবে দাম। এর আগে না। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ওমানের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওকিউটির সঙ্গে বার্ষিক ১ মিলিয়ন বা ১০ লাখ টন এলএনজি আমদানির চুক্তি করেছে তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি। এরই ধারাবাহিকতায় কাতার থেকে বাড়তি এলএনজি আমদানি করা হচ্ছে। এবার ওমান থেকেও আমদানির চুক্তি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ