রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের মাঝামাঝিতে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য আড়তে আনলে তা দেখার জন্য ভীড় জমান উৎসুক জনতা। সকাল ৮টার দিকে দৌলতদিয়া রওশনের আড়তে এনে মাছটি নিলামে তোলা হয়। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যাবসায়ী শাজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ২৯ কেজির বাঘাইড় মাছটি ৩৪ হাজার ৮০০ টাকায় কিনেছি। পদ্মা নদীর পানিতে দঁড়ি দিয়ে তাজা মাছটি বেঁধে রাখা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। সামান্য কিছু লাভে বিক্রি করবো।