• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

খুলনায় পত্রিকা অফিসে হামলার প্রতিবাদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
ছবি : সংগৃহীত

খুলনায় দৈনিক দেশ সংযোগ অফিসে হামলা এবং সাংবাদিক বাছিতুল হাবিব প্রিন্সের উপর হামলার প্রতিবাদে খুলনার দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দাকোপ উপজেলা সদর চালনা ডাকবাংলার মোড়ে দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম রেজার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, চালনা পৌরসভা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক ও সাংবাদিক মামুনুর রশিদ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক দীপক সরদার, কোষাধ্যক্ষ বিধান ঘোষ, দফতর সম্পাদক পারুল বেগম, সাবেক চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, সাবেক কাউন্সিলর শহর আলী শেখ মনি, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মলিনা জোয়াদ্দার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, যুবদল নেতা রমজান গাজী, মহিলা দল নেত্রী জান্নাতুল ফেরদাউস, চালনা ডাকবাংলা মোটরসাইকেল-চালক সমিতির সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, সহ-সভাপতি মহসীন ফারাজী, কোষাধ্যক্ষ হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খুলনা দৈনিক দেশ সংযোগ অফিসে হামলা এবং একই দিন তেরখাদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্সকে রাস্তায় গতিরোধ করে সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত জখম করে। কিন্তু এখনো হামলাকারীরা গ্রেফতার হয়নি। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি দেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ