টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান।
সিলেটে অনুষ্ঠেয় ম্যাচ দুটির জন্য রোববার দল ঘোষণা করে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৬ জনের দলে শাহজাদের সঙ্গে ফিরেছেন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাইও।
দেড় বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন শাহজাদ। অস্ট্রেলিয়ায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। ওই আসরে ৪ ম্যাচে ৭৫ রান করেন ৩৬ বছর বয়সী ওপেনার।
এছাড়া টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন ওয়াফাদার মোমান্দ। গত বছরের জুলাইয়ের পর কোনো ২০ ওভারের ম্যাচ খেলেননি ২৩ বছর বয়সী মিডিয়াম পেসার। ক্যারিয়ারে ১৮ টি-টোয়েন্টি খেলে তার শিকার ১৫ উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ১৪ জুলাই। একই মাঠে দুই দিন পর হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।
আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সাদিক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ, মুজিব উর রহমান।