দ্বিতীয় পর্বে আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর। প্রথম পর্বে একমাত্র টেস্টে আফগানদের রেকর্ড ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ওয়ানডে সিরিজ দিয়ে কাল থেকে শুরু হবে সফরের বাকি অংশ যাতে জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।
এদিকে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে দলে ছিলেন না ওপেনার তামিম ইকবাল। পিঠের পুরনো চোটে ছিটকে যান তিনি। তবে আগামীকালের ম্যাচ দিয়েই দলে ফিরছেন ওয়ানডেতে টাইগারদের নিয়মিত অধিনায়ক। অন্যদিকে বাঁহাতি টাইগার এই অধিনায়ক পুরোপুরি ফিট নন এখনও। সে জন্য তার বিকল্প হিসেবে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন নাঈম শেখ।
বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ রাঙানো ওপেনার নাঈম। দলের হয়ে মাত্র দুটি ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। এবার ওয়ানডে বিশ্বকাপে উড়াল দেওয়ার দ্বারপ্রান্তেও আছেন ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার। এমনটাই জানিয়েছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
প্রধান কোচ হাথুরু পর একই আভাস দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। তিনিও নাঈমকে গেম টাইম দেওয়ার আশ্বাস দিলেন। তবে ৫০ ওভারের বিশ্ব আসরের প্রায় প্রস্তুত দলে পরীক্ষা-নিরীক্ষা চালানোই হবে, নিশ্চিত করে এমন কিছু বললেন না টাইগার অধিনায়ক।
সাগরিকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে আজকে গণমাধ্যমের মুখোমুখি হলে টাইগার অধিনাক বলেন, ‘এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে সুযোগ দিতে। তবে এটা নিশ্চিত নয়। আমরা চেষ্টা করব নাঈমকে সুযোগ দিতে। বড় একটা ইভেন্টের আগে ২-৩টা ম্যাচ খেলতে পারলে ওদের জন্য ভালো।’
এদিকে একাদশে যদি বাড়তি ব্যাটার খেলানো হয়, তবে সুযোগ পেতে পারেন আফিফ; এমনটাই বলছেন তামিম। এছাড়া তিনি বলেন, ‘প্রতিপক্ষের শক্তিমত্তা অনুযায়ী টিম কম্বিনেশন করা হয়। যদি সুযোগ দেওয়া যায়, ভালো হবে। তবে সুযোগ দিতেই হবে, এমন না। যে জিনিস ভালো চলছে, সেটা ভাঙার কোনো দরকার নেই। তবে সঙ্গে এটাও বলব, হুট করে বিশ্বকাপে কাউকে নামিয়ে দেওয়া তার প্রতি সুবিচার হবে না।’