• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

মুরগির খামারে মিলল ফেনসিডিল, আটক ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি মুরগির খামার থেকে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

রোববার (৯ জুলাই) দুপুরে র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজি ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির খামার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রূপগঞ্জের ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং একই থানার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটকরা বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ