• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

এমবাপ্পেকে কেনার গুঞ্জনে যা বলল রিয়াল মাদ্রিদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

কিলিয়ান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদকে নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে। খবর রেটেছে ফরাসি তারকাকে পেতে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এমন খবরকে অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ। খবর মার্কা।

আসন্ন মৌসুম শেষে আর পিএসজিতে থাকতে চাইছেন না এমবাপ্পে। ইতোমধ্যে চিঠি দিয়ে ক্লাবকে বিষয়টি জানিয়েছেন তিনি। চুক্তিও নবায়ন করছেন না।

পিএসজিও সহজেই ছেড়ে দিতে চাইছে না ফ্রান্সেরর বিশ্বকাপজয়ী তারকাকে। তারা দুইটি শর্ত বেধে দিয়েছে এমবাপ্পেকে। একটি হলো চুক্তি নবায়ন করার, অপরটি চুক্তি থাকতে অন্য ক্লাব বেছে নেয়ার। কারণ ফ্রি এজেন্ট হয়ে গেলে এমবাপ্পের দলবদল বাবদ কোনো অর্থ পাবে না প্যারিসিয়ানরা।

দলবদলের জনপ্রিয় গণমাধ্যম ট্রান্সফার নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে পিএসজি। পিএসজি কমিউনিটির বরাত গণমাধ্যমটি আরও জানিয়েছে, রেকর্ড পরিমাণ অর্থে এমবাপ্পেকে রিয়ালে নিয়ে আসছেন পেরেজ। ফরাসি তারকাকে কিনতে ২৫০ মিলিয়ন খরচ করবে ক্লাবটি। এর মধ্যে ২০০ মিলিয়ন ইউরো পাবে পিএসজি। প্রতিবেদন অনুযায়ী, চুক্তিতে ৫০ মিলিয়ন ইউরো পারফরম্যান্স বোনাসের কথাও উল্লেখ থাকবে।

তবে মার্কা জানাচ্ছে, এমবাপ্পেকে দলে টানার খবরটি অস্বীকার করেছে রিয়াল। এ বিষয়ে নাকি দুপক্ষের মধ্যে কোনো প্রকার আলাপ-আলোচনাও হয়নি।

অবশ্য মার্কা ও আরএমসি স্পোর্তের দাবি, অস্বীকার করলেও এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়ে রিয়ালের কর্তাব্যক্তিরা সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। পিএসজির ২০০ মিলিয়ান ইউরোর চাহিদা পূরণ করে এমবাপ্পেকে দলে টানলে বেতন-টেতন মিলিয়ে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো খরচ হয়ে যাবে রিয়ালের। এটা রিয়ালের কর্মকর্তাদের মাথায় খুব ভালোভাবেই আছে বলে মার্কা ও আরএমসি স্পোর্তের খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ