পূর্বঘোষণা ছাড়াই ডেঙ্গুবিরোধী ঝটিকা অভিযানে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ইতোমধ্যেই অভিযানে চারটি ভবনে মিলেছে এডিস মশার লার্ভা। পরে মেয়রের উপস্থিতিতে প্রতিটি ভবন মালিককে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে কারওয়ান বাজারের পেট্রোবাংলা ছাড়াও আরও তিনটি ভবনে ওই অভিযান চালায় উত্তর সিটি করপোরেশন। খোদ ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এতে নেতৃত্বে দেন।
পরে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় পেট্রোবাংলা ছাড়াও যমুনা অয়েলের নির্মাণাধীন ভবন, টিসিবি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন কর্তৃপক্ষকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, মশক নিধন অভিযানে আমি কোথায় যাব, কেউ কিছুই জানেন না। আগে থেকে জানিয়ে গেলে সেখানে সবকিছু পরিষ্কার করা থাকে। তাই প্রকৃত অবস্থা দেখতে কাউকে না জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে আকস্মিক পরিদর্শনে যাচ্ছি। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের তাকে অনুসরণের আহ্বান জানান মেয়র।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রমের তৃতীয় দিনের অভিযান চলছে আজ। ডিএনসিসির ১০টি অঞ্চলেই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ একযোগে এসব অভিযান পরিচালনা করছেন।