• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

মাশরাফীর কোর্টে বল ঠেলে দিলো বিসিবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩
ছবি- সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের তিন মাসও বাকি নেই। আর বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে একবারের জন্যও পা হড়কানোর সুযোগ নেই। এ ছাড়া এবারের বিশ্বমঞ্চে দল নিয়ে প্রত্যাশাও বেশি।

কিন্তু বিশ্বকাপের আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অবসর ও অবসর ভেঙে ফেরা নাটকে নতুন মোড় নিয়েছে দেশের ক্রিকেটাঙ্গন। তামিমই বিশ্ব আসরে অধিনায়কত্ব করবেন কি না, তা নিয়ে এখনও শঙ্কার মেঘ দেশের ক্রীড়াঙ্গনে। আর ঘরের মাঠে বাঘেরা অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায়, তাদের শক্তিমত্তার সঙ্গে মনোবলেও চিড় ধরেছে।

দলের এমন নড়বড়ে পরিস্থিতিতে খানিকটা স্বস্তির ইঙ্গিত পেয়েছিল টাইগার ভক্তরা; বিশ্বকাপে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার মেন্টর হওয়ার গুঞ্জন। তবে এখনও এ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। বিষয়টি প্রাথমিক আলোচনার পর্যায়েই রয়েছে।

তবে এই বিষয়টি এখনই প্রকাশ্যে আসেনি। বছর দুয়েক আগের কথা। কোভিডের সময় এক লাইভে জাতীয় দলের সদ্য অবসর ভেঙে ফেরা ওয়ানডে দলপতি তামিম বলেছিলেন, জাতীয় দলের মেন্টর হিসেবে মাশরাফীকে চান তিনি। তামিমের সেই আবদার সে সময় আমলে নেয়নি বোর্ড।

এর আগে, তামিমের চাওয়া বোর্ড আমলে না নিলেও প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাঙার সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রীকে পেয়ে মাশরাফীকে মেন্টর হিসেবে বিশ্বকাপে পাঠানোর আবদার করে বসেন তামিম। সেই আবদারে রাজিও হন প্রধানমন্ত্রী।

তামিমের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফী ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই মাশরাফী যাবে। মাশরাফী ভাইকেও প্রস্তুত থাকতে বলেছেন তিনি (প্রধানমন্ত্রী)।

প্রধানমন্ত্রী সায় দিলেও আইসিসির মেগা ইভেন্টে টাইগারদের সাবেক এই অধিনায়ককে বিশ্বকাপ দলের মেন্টর বা পরামর্শক হিসেবে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, মাশরাফীর কোর্টেই বল ঠেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক আলাপচারিতার জন্য তাকেই প্রস্তাব দিয়ে রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে সেখানেও যথেষ্ট আনুষ্ঠানিকতার অভাব লক্ষণীয়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কথাতেও ম্যাশকে দলের সঙ্গে পাওয়ার ইঙ্গিত মিলেছে।

তার (জালাল) ভাষ্যমতে, এখন সিদ্ধান্ত তো বোর্ডের। নিশ্চয়ই মাশরাফী একজন সংসদ সদস্য, সাবেক অধিনায়ক। সে তো আসার কথা। আনুষ্ঠানিকভাবে আসুক আমাদের কাছে। সে ভালো অধিনায়ক, ভালো নেতা। বোর্ডে এলে আমরা আলাপ করব।

অন্যদিকে বিশ্বকাপের আগে ঘরের মাঠে সিরিজ হেরেছে সাকিব-শান্তরা। যা কিনা বিশ্বকাপের আগে দলের জন্য বড় ধাক্কা। এ প্রসঙ্গে বিসিবির এই পরিচালকের দাবি, এটা একটা ভালো সংকেত। অনেকের হয়তো ঘাটতি থাকতে পারে। ক্রিকেট খেলায় যেকোনো সময় অঘটন হতেই পারে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ