মিরপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারল না ভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০২ রানে থামল সফরকারীরা। ফলে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য বাংলাদেশকে করতে হবে ১০৩ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা হার্মানপ্রিত কৌর। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার শ্রীমতি মান্ধানা ফেরেন ২ বলে ১ রানে। ১৪ বলে ১১ রান করেন আরেক ওপেনার শেফালি বার্মা।
তৃতীয় উইকেট জুটিতে দেখে-শুনে খেলতে থাকেন দলনেতা হার্মানপ্রিত কৌর ও জেমিমা রদ্রিগেজ। এ সময় দুজন মিলে গড়েন ৪৫ রানের জুটি। তাতেই একশর ঘরের দিকে এগোতে থাকে ভারত। ২৬ বলে ২৪ রান করে আউট হয়েছেন জেমিমা। ৪১ বলে ৪০ রান করেন হার্মানপ্রিত কৌর। এছাড়া ইয়াশতিকা বাটিয়া ১২, আমানজোত কৌর ২, পূজা ভাস্ত্রেকার ২, দিপ্তী শর্মা ৪ ও মিন্নু মানি ১ রান করেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন সুলতানা খাতুন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন নাহিদা, ফাহিমা ও স্বর্ণা।