• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:

মাইকিং করা থেকে বিরত থাকতে বিএনপিকে চিঠি ডিএমপির

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে রাজধানীতে মাইকিং করা থেকে বিরত থাকতে বিএনপিকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির পক্ষে পুলিশ কর্মকর্তা সৈয়দ মামুন মোস্তফা এ চিঠি দেন। এর আগে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালনে প্রচারণার জন্য মাইকিং করতে ডিএমপিতে আবেদন করেছিল বিএনপি।

ওই আবেদনের জবাবে শনিবার সাইদুর রহমান মিন্টুকে দেওয়া ডিএমপির এক চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে। চিঠিতে আরও বলা হয়, ‘উক্ত বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ