• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে: বদিউল আলম

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তমুক্ত করতে হবে। এ অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। যারা বিচারবহির্ভূত হত্যা করেছেন, বিভিন্নভাবে নিপীড়ন করেছেন, মানবতাবিরোধী অপরাধ করেছেন তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা-অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি। যাতে কুৎসিত লোকগুলো ওই সুন্দর ইমারতে (সংসদ) প্রবেশ করতে না পারে।

সেমিনারে হাইকোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কারিগরি মতামত প্রদান করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতালেব হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ