• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ২৫

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরের শাপলা চত্ত্বরে সংঘর্ষ চলছে। এতে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগের ১৫ জন জেলা সদরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে- সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পৌরসভার গেইট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উন্নয়ন পদযাত্রার কর্মসূচির জন্য। এদিন সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপি’র অনুসারীরা তাদের অতিক্রমকালে উভয়পক্ষের মধ্যে উচ্চবাচ্য থেকে বাকবিতণ্ডা; পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ