আগামী জাতীয় নির্বাচনের আগে ১৪ দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এ লক্ষ্যে বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের নানা দিক ও জোটের কর্মপরিধি নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যে তৎপরতা চলছে, সেগুলো নিয়েও কথা হবে। আওয়ামী লীগ সভাপতি ১৪ দলের নেতাদের যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের বিষয়ে নানা তথ্য জানাবেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।