• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

জানমাল রক্ষার্থে সবধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে’

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি বলে নয়, কেউ যদি নাশকতা কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

মঙ্গলবার (১৮ জুলাই) কুষ্টিয়া নাগরিক পরিষদের আয়োজনে সদর উপজেলা হলরুমে সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনটির সভাপতি সাইফুদ দৌলা তরুণের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহবুবউল আলম হানিফ বলেন, দেশের জনগণের জানমাল রক্ষার্থে সবধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে। বিএনপির মিথ্যাচার প্রচারের মাধ্যমে প্রমাণিত হয় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতৃবৃন্দ এবং জেলার ইমামগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ