• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে ভারতের বড় জয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

টি-টোয়েন্টি সিরিজ দারুণ জমিয়ে তুলেও হেরে যাওয়া বাংলাদেশ নারী দল এবার ওয়ানডে ফরম্যাটে ভারতের মুখোমুখি। তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে ৪০ রানের জয়ে এগিয়ে আছে টাইগ্রেসরা। এদিকে একদিনের ক্রিকেটে এবারই প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। অপরদিকে ম্যাচগুলো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়াতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ভারতের দেয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২০ রানেই থেমেছে বাঘিনীদের ইনিংস।

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করে ২২৮ রানের দলীয় সংগ্রহ গড়ে ভারত। জবাবে ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং শারমিন আখতার সাজঘরে ফিরেছেন দলীয় ১৪ রানেই।

দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ের মুখে পড়া দলের হাল ধরেন ফারজানা হক। রিতু মনির সঙ্গে তাঁর ৬৮ রানের জুটিতেই জয়ের আশা পায় টিম টাইগ্রেস। তবে ব্যক্তিগত ৪৭ রানে ফারজানা এবং ২৭ রানে রিতু আউট হবার পর আর কেউই পারেন নি ভারতীয় বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে।

শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ৩৫.১ ওভারে ১২০ রান করেই। ফলে দ্বিতীয় ওয়ানডেতে ১০৮ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা আনল ভারত।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৬৮ রানে তিন উইকেট হারানো ভারতীয় নারীরা অধিনায়ক হারমানপ্রীত করের ৫২ এবং জেমিমাহ রদ্রিগেজের ৮৬ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রানের সংগ্রহ গড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ