• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

হকি খেলোয়াড় রামিমের পাশে দাঁড়ালেন সাকিব

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
সাকিব আল হাসান

যুব হকি দলের খেলোয়াড় রামিম হোসেনের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব।

ওমানে অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে পায়ের লিগামেন্টে আঘাত পেয়েছিলেন রামিম হোসেন। তিনি ভারতের কলকাতায় উন্নত চিকিৎসার জন্য যাবেন। তার চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব।

সাকিবের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখানে তার রুমমেট ছিলেন জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। রামিনের ইনজুরির বিষয়টি পিন্টুই সাকিবকে জানিয়েছিলেন।

এ ব্যাপারে পিন্টু বলেন, আফগানিস্তান সিরিজ চলাকালেই আমি রামিনের বিষয়টি সাকিবকে জানাই। বলামাত্রই সাকিব বলেছে আমি চিকিৎসা ব্যয়ের একটা অংশ বহন করব। সাকিব নীরবে অনেকের পাশে দাঁড়ান, যা কখনো জানাতে চায় না। তবে এবার রামিনের অনুরোধেই আমি বিষয়টি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেছি।

রামিনের চিকিৎসার বাকি টাকা ফেডারেশনসহ অন্যান্য মাধ্যম থেকে সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন হকি তারকা পিন্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ