• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

টাইগ্রেসদের ৩৫ কোটি টাকা বোনাস দিচ্ছে বিসিবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্সে খুশি সবাই। সেই উপলক্ষ্যে এবার টাইগ্রেসদের পুরস্কারের ব্যবস্থা করে দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। ৩৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি বাহিনী। বাঘিনীদে শুভেচ্ছা জানাতে এসে এই ঘোষণা দেন পাপন।

বাংলাদেশের পক্ষে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করা ফারজানা হক পিংকিকে দেওয়া হবে দুই লাখ টাকা।

বিসিবি সভাপতি জানান, ভারতের বিপক্ষে পাওয়া সাফল্যে ২৫ লাখ টাকা দেওয়া হবে দলকে। এছাড়া ফারজানা হক, মারুফা আক্তারদের মতো যারা ভালো করেছেন তাদের আলাদাভাবে পুরস্কৃত করা হবে। সেক্ষেত্রে একেকজন ক্রিকেটার পেতে পারেন ২ লাখ টাকার মতো।

এছাড়া কোচদেরও আলাদাভাবে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরে সফররত ভারত। শেষ ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। এ ম্যাচে জিততে পারেনি কোনো দলই। ম্যাচটি হয়ে টাই। ফলে সিরিজটিও ড্র হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ