• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

চীন গেলেন ১৪ দলের বাম শরিকের শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা চীনে গেছেন।
সোমবার (২৪ জুলাই) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা চীনের কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করেন।
চীন সফরকারী বামপন্থী দলগুলোর প্রতিনিধি দলে রয়েছেন- রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি।

এই সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।
বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবেন।
এই সফরের প্রাক্কালে গতকাল ২৩ জুলাই সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং আজ দুপুরে নেতাদের বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ