• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

ঘেরাও করলে ঘেরাও হয়ে বসে থাকবো : ইসি আনিছুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
আনিছুর রহমান (ফাইল ছবি)

গণঅধিকার পরিষদ যদি নির্বাচন কমিশন ঘেরাও করে তাহলে ঘেরাও হয়ে বসে থাকার কথা বলেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নিবন্ধন দৌড় থেকে ছিটকে পড়ে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

নির্বাচন কমিশনার আনিছুর বলেন, তারা কি করবে? আমাদের ঘেরাও করলে ঘেরাও হয়ে বসে থাকবো, বিচলিত না। সারাদেশেই তো রাজনৈতিক কার্যক্রম চলছে। স্বাভাবিক কার্যক্রম চলছে হয়তো সাধারণ মানুষের কষ্ট হবে। চলাচলের সমস্যা হবে।
নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে কমিশনার বলেন, ‘আমরা ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসবো। তাদের (রাজনৈতিক দল) ক্ষোভ থাকতেই পারে। এরপর বলা যাবে। কে ঘেরাও করতে আসছে? তার ঘেরাও করার অধিকার আছে। করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকবো অসুবিধা নাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ