কুড়িগ্রামে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা মামলা ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি।
জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৭ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় ৩৬ আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জিআর ওয়ারেন্টে ২১, সিআর ওয়াররেন্ট ১৫, নিয়মিত মামলায় ১৮, সাজা জিআর ও সিআর ওয়ারেন্টমূলে ৩ ও পূর্বের মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। টেকসই নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষা ও অপরাধ নির্মূলে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।