রাজধানীর মুগদা এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মোস্তফা আল হুসাইন।
মামলা করার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার (১৪ আগস্ট) সকালে উত্তর মান্ডা এলাকা থেকে মোস্তফাকে গ্রেফতার করে এলিট ফোর্সটি।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি জানান, গত ১৩ আগস্ট মুগদা থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলার কয়েক ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা মোস্তফাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হয়েছে।