• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

ছাত্রদলের ‘নিখোঁজ’ সেই ৬ নেতাকে গ্রেফতার দেখাল পুলিশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে- এমন খবরে তাকে খুঁজতে বের হয়ে আরও পাঁচ নেতার হদিস মিলছিল না বলে অভিযোগ করে বিএনপি। শনিবার (১৯ আগস্ট) দিনভর এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন বিএনপি নেতারা। তবে অবশেষে তাদের ছয়জনের খোঁজ মিলেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নাশকতার পরিকল্পনার অভিযোগের মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেছেন, তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি কর্মকর্তা জানান, রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ছয়জন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে রোববার (২০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী।

এর আগে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছাত্রদলের ছয়জন নেতাকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপি।

শনিবার সকালে তাদের তুলে নেওয়া হয় বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে পাওয়া যাচ্ছে না- এমন খবরে তার খোঁজ নেওয়ার জন্য তার বাসার সামনে গেলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সেখানে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ