৬৮টি স্বর্ণের বারসহ বিমানের ওই এয়ারক্রাফট মেকানিককে আটক করা হয়েছে। ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮টি স্বর্ণের বারসহ বিমানের এয়ারক্রাফট মেকানিককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (২১ আগস্ট) সকালে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএনের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে আজ বেলা ১১টায় বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।