বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নের গতি ধরে রাখতে পূর্বাচলে নতুন হোম অব ক্রিকেট গড়ে তোলা হবে।
সোমবার রাজধানীতে বিসিবির এজিএমে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পূর্বাচলে শেখ হাসিনা ক্রীড়া কমপ্লেক্সও গড়ে তোলা হবে।
অনেক মামলা-মোকদ্দমা শেষে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম)।