হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সৈয়দ শাহিন মিয়ার মালিকানাধীন বাসার ভাড়াটিয়া মো. আরিফ মিয়ার ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে চোর চক্র। পরে তারা ওই বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আরিফ মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৩৩), মেয়ে ফারিয়া আফরিন ইফতি (১৩), ছেলে মো. ফাইয়াদ মন্ডল (৭), মো. ফারদিন মন্ডল (৫) অসুস্থ হয়ে পড়লে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।