গত বছর থেকে পেশির প্রদাহজনিত বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন দক্ষিণী তারকা সামান্থা। চিকিৎসার জন্য আপাতত আমেরিকায় রয়েছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হয়ে তার পরেই শুটিং ফ্লোরে ফিরতে চান সামান্থা।
সামান্থার প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। খবর, এবার নাকি আর ছোট পর্দায় নয়, একেবারে বড় পর্দায় নাকি দেখা যেতে চলেছে নায়িকাকে। সালমান খানের সঙ্গে জুটি বাঁধার খবরও শোনা যাচ্ছিল গত কয়েক দিন ধরে। তবে সেই আশায় জল ঢাললেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় লাইভ সেশনে এসেছিলেন সামান্থা। সেখানেই অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন নায়িকা। ওই লাইভ সেশনেই তাকে প্রশ্ন করা হয় তার পরের কাজ সম্পর্কে। অনুরাগীরা আশা করেছিলেন বলিউড তারকা সালমান খানের সঙ্গে নিজের কাজের কথা জানাবেন সামান্থা। সে আশায় গুড়ে বালি! সামান্থা বলেন, ‘আমার পরের কাজ নিয়ে আসলে আমি কোনও পরিকল্পনাই করিনি। তবে আমি ভবিষ্যতে আরও সচেতন ভাবে ছবি বা সিরিজ ও চরিত্র নির্বাচন করতে চাই। এমন কোনো চরিত্র যদি না পাই, যেটা নিয়ে কাজ করতে গিয়ে আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে— তেমন কাজ করার দরকার নেই আমার।’
অনুরাগীদের ধারণা, কারও নাম না নিলেও পরোক্ষ ভাবে সালমানের ছবিকেই প্রত্যাখ্যান করেছেন সামান্থা।
কয়েক মাস আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, আগামী বছর ঈদের ছবির জন্য করণ জোহরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালমান। এই ছবিতেই সালমানের বিপরীতে দেখা যেতে চলেছে সামান্থাকে। সেই খবরে সিলমোহর দেওয়া তো দূরের কথা, জল্পনাতেই জল ঢেলে দিলেন অভিনেত্রী নিজে।
গত কয়েক বছরে একের পর এক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে ব্যক্তিগত জীবনের সব ঝড় সামলে পেশাগত জীবনে অস্তিত্ব খুঁজে পেয়েছেন তিনি। বলিউডে পা রেখেই কাজ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় সিরিজে। তার পরেই সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এ। পেশাগত দায়বদ্ধতা পূর্ণ করে সম্প্রতি নিজের স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন অভিনেত্রী।