• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

যে কারণে বোরকা পরবেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
অপু বিশ্বাস

শারদীয় দুর্গাপূজা আসন্ন। দুর্গোৎসবে আনন্দ-উদ্দীপনা, কেনাকাটা, ঘুরাফেরা করে থাকেন হিন্দুধর্মাবলম্বীরা। আর এ বছর পূজার আনন্দকে আরও আনন্দঘন করতে কেনাকাটায় কমতি রাখতে চান না অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি জানান, বোরকা পরে শপিং করতে মার্কেটে যাবেন। পরিবার-পরিজনদের জন্য কেনাকাটা করবেন তিনি।

অপু শনিবার রাজধানীর সীমান্ত সম্ভারে লুবাবার শো-রুম পরিদর্শন করে এসব কথা বলেন।

এই অভিনেত্রী আরও বলেন, ‘এবার পুজো ঢাকাতেই করব। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনো ভেবে উঠতে পারিনি। আরও দশদিন পর নিজেকে নিয়ে ভাবব। পূজা একটা ট্রেডিশনাল বিষয়। ওই ট্রেডিশনাল লুকটা আমি আসলে বারবারই আনতে চাই। পূজার ওই ট্রেডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। পূজায় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরকা পরে এসে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’

অপু বলেন, ‘এখানে এসে আমার ব্যাগে চোখ আটকে গেছে। শপিংয়ের জন্য লুবাবাতে এসে মনে হয়েছে সবগুলো ব্যাগই নিয়ে যাই। ধন্যবাদ লুবাবাকে- কারণ তারা ৮০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন। পূজাকে ঘিরে এই ডিসকাউন্ট দিয়েছেন। যতটুকু জানতে পেরেছি যেকোনো অকেশনে তারা এ ডিসকাউন্ট দিয়ে থাকেন।’

এ সময় অপু বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও ব্র্যান্ড প্রমোটর বর্ষা চৌধুরী, কোরিওগ্রাফার গৌতম সাহা ও লুবাবার কর্ণধার নেওয়াজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ