• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

ঋণের কিস্তির জন্য মেয়েকে খুন করলেন বাবা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়েকে খুন করে ভারতে পালানোর সময় আজিজুল মণ্ডল নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজুল মণ্ডল একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বেসরকারি সংস্থা (এনজিও) থেকে যৌথভাবে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেন আজিজুল হক ও তার মেয়ে মর্জিনা খাতুন। গত শনিবার রাতে ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাত ১টার দিকে ঘুম থেকে ডেকে মর্জিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বাবা। মাকে বাচাঁতে এগিয়ে আসলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় শিশু রোকসানা খাতুন। পরে মর্জিনা ও তার মেয়ে রোকসানাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়ে যান আজিজুল।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) আলমগীর কবীর জানান, সকালে নিহত মর্জিনা খাতুনের মা সইনা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সোমবার সকালে আজিজুল মণ্ডল ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ