• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

চলতি বছরেই মুক্তি পাবে রাজ-বুবলী জুটির সিনেমা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম ইয়াসমিন বুবলী। অনেকটা গোপনেই শেষ হয়ে তাদের অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমার কাজ।

এর আগে টিকটকে লুক প্রকাশ্যে এলেও তখন বিস্তারিত কিছুই প্রকাশ করেননি সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। অবশেষে ফার্স্টলুক পোস্টারসমেত হাজির হলেন সামনে সিনেমাটির পাত্র-পাত্রী।

সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিশুক মনি। সোমবার (২ অক্টোবর) সিনেমার মুখ্য চরিত্রের দুই তারকাকে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন তিনি।

সেই আয়োজনে শরিফুল রাজ বললেন, আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে কোনও সিনেমায় কাজ করি না। কারণ আমার ব্যক্তিগত একটা জার্নি হয় সিনেমার সঙ্গে। নতুন সহশিল্পী, ডিরেক্টর পাই। এটা আমার কাছে বেশ ভালো লাগার। এই সিনেমায় যেই মানুষটা আমাকে অনেক বেশি হেল্প করেছে, যার জন্য আমি নিজের চরিত্রটা আরও ধারণ করতে পেরেছি, তিনি বুবলী। তার ক্যারকেটার অনেক চ্যালেঞ্জিং। ও আমাকে সাপোর্ট না দিলে আমি হয়তো দারুণভাবে কাজটা করতে পারতাম না।

বুবলীর ভাষ্য, এই গল্পে অনেক গভীরতা আছে। আমার সঙ্গে যিনি কাজ করছেন শরিফুল রাজ, ভীষণ ভালো অভিনেতা; অনেক ডেডিকেটেড। আমাদের শুটিং টিমও অনেক হার্ডওয়ার্কিং। শ্বাশরুদ্ধকর একটা ব্যাপার ছিল বিশেষ করে আমার জন্য। যেটা আমি রিভিল করবো না। টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে। প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। এত স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে কাজ করেছি।

প্রকাশ্যে আসা পোস্টারটি দেখে ‘দেয়ালের দেশ’ সিনেমার গভীরতা কিছুটা আঁচ করা যায়। এতে দেখা যায়, হিমায়িত মর্গে একটি লাশের বক্স কিছুটা বেরিয়ে আছে, সেখানে নিথর শুয়ে আছেন বুবলী। আর তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন রাজ।

মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জিনাত সানু স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সমাপ্তি মাশুক, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটির মুক্তির তারিখ অবশ্য ঘোষণা করা হয়নি। তবে চলতি বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ