ভারত বিশ্বকাপ আয়োজনের শুরু থেকেই একের পর এক বিতর্কে জর্জরিত। এবারে সেই বিতর্কের সঙ্গে যোগ হলো নতুন এক আতঙ্ক। বিশ্বকাপের ভেন্যুতে নাশকতার হুমকি পেয়েছে এবার ভারতের জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ)।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মারফত জানা যায়, সম্প্রতি মুম্বাই পুলিশ বিভাগ বোমা হামলার হুমকি সম্বলিত একটি ই-মেইল পেয়েছে। সেই মেইলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হামলার হুমকি দেওয়া হয়েছে।
একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেওয়া হয়েছে।
হুমকি বার্তায় কারাবন্দী সন্ত্রাসী লরেন্স বিষ্ণয়ের মুক্তি চাওয়া হয়। এছাড়া তার মুক্তির পাশাপাশি ৫০০ কোটি রুপিও দাবি করা হয়।
ধারণা করা হচ্ছে, ইউরোপের কোন দেশ থেকে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায়, হুমকি বার্তায় বলা হয়, ‘বন্দি লরেন্স বিঞ্চয় ও ৫০০ কোটি রুপি যদি সরকার আমাদের হাতে তুলে না দেয় তাহলে নরেন্দ্র মোদি ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম আমরা উড়িয়ে দেব। তোমরা নিজেদের যতই সুরক্ষিত মনে করো, আমাদের হাত থেকে নিস্তার পাবে না। কথা বলার ইচ্ছা থাকলে ই–মেইল করো।’
এদিকে হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, এনআইএ তাদের অফিসিয়াল ই–মেইলে প্রথম এই হুমকিটি পায়। তৎক্ষণাৎ বিষয়টি মুম্বাই, গুজরাটসহ বেশ কিছু রাজ্যের পুলিশকে অবহিত করা হয়, একইসঙ্গে সতর্কতা বশত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও বলা হয়।
২০১৪ সাল থেকে কারাগারে বন্দী আছেন সন্ত্রাসী লরেন্স বিষ্ণয়। কারাগারে থেকেই তিনি নিজের সন্ত্রাসী দল পরিচালনা করেছেন এমন অভিযোগ বেশ আগে থেকেই। বর্তমানে দিল্লির মান্দোলি কারাগারে বন্দী আছেন তিনি।
কিছুদিন আগেই খালিস্তানপন্থি নেতা গুরপাওয়ান্ত সিং এর পক্ষ থেকেও বিশ্বকাপ চলাকালে হামলার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে এই হুমকির প্রেক্ষিতেই বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।