ছয় মাসের বিরতির পর জাতীয় দলে কেবল এক ম্যাচের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে ইতোমধ্যেই এক ম্যাচ খেলেও ফেলেছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে এক ওভার বোলিং করলেও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি ডানহাতি এই ব্যাটারের।
মঙ্গলবার (১০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে জেগেছে সংশয়।
আফগানদের বিপক্ষে ৫ বোলার নিয়ে খেললেও ইংলিশদের বিপক্ষে ৬ বোলার খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে দলে অতিরিক্ত একজন বোলিং অলরাউন্ডার খেলাতে ভাবনা ঘুরছে টিম ম্যানেজমেন্টের মাথায়।
আর সে কারণেই কপাল পুড়তে পারে রিয়াদের। টিম কম্বিনেশনের জন্য একাদশ থেকে কাটা পড়তে পারেন তিনি।
রিয়াদ যদি একাদশ থেকে কাটা পড়েন তাহলে দলে জায়গা হতে পারে শেখ মাহেদী হাসানের। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। সে কারণেই রিয়াদের জায়গায় তার অন্তর্ভুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে ম্যাচটি।