বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। কিন্তু মাঠের ক্রিকেটে বেশ দাপট দেখিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে ৬ উইকেটের জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।
মঙ্গলবার (১০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।
এবার বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নে বিভোর টাইগাররা। তাই সেমির লক্ষ্যে এখন সাকিব বাহিনীর টার্গেট ইংল্যান্ডকে হারানো। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে রান পাচ্ছে না টাইগাররা।ইংলিশদের বিপক্ষে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম অথবা লিটন দাসের মধ্যে একজনকে বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে মেকশিফট ওপেনার হিসেবে খেলতে পারেন মেহেদি হাসান মিরাজ।
সেটা যদি না হয়, তাহলে মাহমুদউল্লাহ রিয়াদকেই থাকতে হতে পারে একাদশের বাইরে। তার পরিবর্তে একাদশে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান কিংবা নাসুম আহমেদের একজনকে দেখা যেতে পারে।
গেল ম্যাচে ষষ্ঠ বোলারের অভাব কিছুটা হলেও টের পেয়েছে টাইগাররা। সে চিন্তা করেই একজন বাড়তি বোলিং অলরাউন্ডার খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে শেখ মাহেদির খেলার সম্ভাবনা বেশি।
ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।