ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আজ বৃহস্পতিবার কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মহাসচিবের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে শায়রুল কবির খান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে একটি বিভ্রান্তিকর সংবাদ বেরিয়েছে। আজ দুপুরে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করছেন। এই সংবাদ মহাসচিবের দৃষ্টিগোচরে আসার পর তিনি আমাকে বলেছেন- এ ধরনের কোনো বৈঠক হয়নি, সম্পূর্ণ মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে।’
তবে, বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১২টা ৫০ মিনিটে আমিরেকান ক্লাবে এ বৈঠক শুরু হয় বলে জানা যায়।