• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

বাংলাদেশকে কটাক্ষ করে বিজ্ঞাপন (ভিডিও)

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
ছবি : সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে একের পর এক জয়ে রীতিমতো আকাশে উড়ছে ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও তুলোধুনো করেছে রোহিত শর্মার দল। আর এতে লাভের ওপর লাভ হচ্ছে স্টার স্পোর্টসের।

বিশ্বমঞ্চে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ বাংলাদেশ। আর টাইগারদের সঙ্গে এই ম্যাচকে ঘিরে একটি বিজ্ঞাপন তৈরি করেছে বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টাররা। সেখানে বেশ বাজেভাবেই বাংলাদেশকে কটাক্ষ করেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে শুরুতেই বিরাট কোহলিকে দেখানো হয়েছে। ২ সেকেন্ডের মাথায় নাগিন ড্যান্সের বেশে হাজির হন বাংলাদেশের জার্সি পরা এক ব্যক্তি। এ সময়ে ব্যাকগ্রাউন্ডে বীন বাজছে, আর ভারতের জার্সিধারীরা সর্পনৃত্য উপভোগ করছেন।

বাংলাদেশের জার্সি পরে সর্পনৃত্য করা ব্যক্তির হিন্দিতে ভাষ্য, ভারতের মাটিতে ভারতকে হারিয়ে আমরা নিস্তার পাব। এ সময়ে বিন বাজানোর অভিনয় করেন ভারতীয় এক জার্সিধারী, যা কিনা বাংলাদেশের জার্সিধারী শুনতেই পাননি। ঘটনাক্রমে আরেক ভারতীয় জার্সি পরা মডেল দাবি করেন, এটা হলো বিজয়ধ্বনি। যা ভারতে তাদের বিপক্ষে না কখনো শোনা গেছে, না কখনো শুনতে পারবে।

এদিকে বিজ্ঞাপনের শেষ দিকে বাংলাদেশের জার্সিধারীর গায়ে এসে আঘাত করে কোহলির হাঁকানো একটি কভার ড্রাইভ। আর পর্দায় লেখা ভেসে ওঠে— নাগিন ডান্স? কোনো সুযোগই নেই।

অন্যদিকে এই বিজ্ঞাপন দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন লাল-সবুজের সমর্থকরা। তবে বিশ্বকাপকে ঘিরে স্টার স্পোর্টসের এমন রসালো বিজ্ঞাপন নতুন কিছু নয়। তবে যেভাবে বাংলাদেশকে নিয়ে উপহাস করা হয়েছে, তাতে তাদের নীতি-নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

কেননা, ভারতের মাটিতে খুব একটা খেলার সুযোগই পায় না বাংলাদেশ। সেখানে রোহিত-কোহলিদের হারানো কিংবা সাফল্য তো দূরেরই বিষয়।

আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।

তিন ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ভারতের। অন্যদিকে অনন্ত একটি ম্যাচে জয় পাওয়াদের মধ্যে সবার নিচে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ