• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন রোনালদিনহো

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

কয়েকমাস আগে ঢাকা থেকে ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অনবদ্য অবদান রাখা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর এবার বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তী, ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এবং বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো ঢাকায় পৌঁছেছেন। বাজপাখি খ্যাত মার্টিনেজকে বাংলাদেশে নিয়ে আসা কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তই ব্রাজিলিয়ান কিংবদন্তীকে ঢাকায় এনেছেন।

ঢাকায় আসলেও এই সফরে রোনালদিনহো খুব বেশি সময় থাকবেন না বলেই জানা গেছে। ব্রাজিলিয়ান কিংবদন্তির ঢাকা সফর নিয়ে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শ্তদ্রু দত্তের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের মেহেদী জামান সনেট।

আজকের সফরে প্রধানমত্রী শেখ হাসিনার সঙ্গে রোনালদিনহোর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।

প্রধানমত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে রোনালদিনহোর জন্য সন্ধ্যায় একটি অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। ঢাকার রেডিসন হোটেলে আয়োজিত হতে যাওয়া এই অনুষ্ঠান শেষে আজ মধ্যরাতেই রোনালদিনহো ঢাকা ছেড়ে যাবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ